Connect with us

দেশজুড়ে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫০তম সাধারণ সভা অনুষ্ঠিত

Published

on

 

এম আর মিলন, চট্টগ্রাম প্রতিনিধি:

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫০তম সাধারণ সভা। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। এ সময় তিনি সভায় উত্থাপিত প্রস্তাবের আলোকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা নিয়ে প্রকাশিত সরকারি গেজেট বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছেন। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য প্যানেল মেয়র-১কে দায়িত্ব প্রদান করা হয়। মেয়র বহদ্দারহাট ফ্লাইওভারটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয়ার বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদটি সত্য নয় বলে সাধারণ সভাকে অবহিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অভিপ্রায়ে একটি মহল নানা ধরনের মামলায় কর্পোরেশনকে জড়িয়ে দিচ্ছে যা অনভিপ্রেত। তিনি এ বিষয়ে সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। তিনি আরও জানান, নগরীর সড়কগুলোকে আলোকিত করার জন্য ২ হাজার হাইপ্রেসার সোডিয়াম লাইট ক্রয় করা হচ্ছে। প্রসঙ্গক্রমে মেয়র নগরীর খাল-নালা সমূহকে সচল রাখার জন্য আগামী শুষ্ক মৌসুমে নগরীর ৪১টি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে জরিপ করে প্রকৃত তথ্য ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলেও জানান। মেয়র এ সকল বিষয়ে সকল কাউন্সিলরদের সহযোগিতা কামনা করেন। নগরীর জলাবদ্ধতা নিরসনে তিনি পানি চলাচলের পথগুলোকে সচল রাখার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় বিগত ৪৯তম সাধারণ সভার পর মৃত্যুবরণকারী সকল মরহুমদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির উন্নতি, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সচিব, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *