Connecting You with the Truth

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

DSC_0132
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় সমন্বয় সভায় বক্তব্য রাখছেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আভ্যন্তরীন বিভাগীয় সমন্বয় সভা বৃহস্পতিবার দুপুরে কনফারেন্স রুমে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন আভ্যন্তরীন সম্পদের উৎসগুলোকে গতিশীল করে আয় বর্ধিতকরণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভূমি, সম্পদ, স্থাপনা, মার্কেট সহ যাবতীয় সম্পদের তথ্য উপাত্তের পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরী করা, প্রতি ১৫ দিন পর পর বিভাগীয় সমন্বয় সভা এবং প্রতি সপ্তাহে ১ দিন বিভাগীয় সভা অনুষ্ঠানের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে নাগরিক সেবা গতিশীল করা, বর্জ্য ব্যবস্থাপনা’র বিষয়ে নাগরিকদের সচেতন করতে শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, হিসাব, প্রকৌশল, রাজস্ব বিভাগসহ সিটি কর্পোরেশনের ৭ হাজার কর্মকর্তা-কর্মচারী এবং ৬০ হাজার শিক্ষার্থীদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতালে একটি ডেন্টাল চিকিৎসা কেন্দ্র চালু করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও কায়সার নিলুফার কলেজ এর জন্য নতুন ভবন স্থাপন, মিডওয়াইফারী ইনষ্টিটিউটকে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বর্ধিত করণ, মিডওয়াইফারীর শিক্ষার্থীদের পরিবহনের জন্য বাস প্রদান, দাতব্য চিকিৎসালয় ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ১০ টাকার বিনিময়ে চিকিৎসা সেবা প্রদান, ওয়ার্ড ভিত্তিক রাস্তা-ঘাট, নালা-নর্দমা ইত্যাদি বিষয়ে পরিকল্পনা প্রণয়ন, যেখানে রাস্তা নেই সেখানে নতুন রাস্তা নির্মাণ, আলো বাতির ব্যবস্থা করা, নির্মাণাধীন কাঁচাবাজার ও স্থাপনাগুলোর কাজ গতিশীল করা, ওয়ার্ক অর্ডার দেওয়া উন্নয়ন কাজ সিডিউল অনুযায়ী চালু করা, ভূমিঅধিগ্রহন কাজ নিষ্পত্তি করা, মামলা-মোকদ্দমার বিষয়গুলো নিষ্পত্তি করা, ঠান্ডাছড়ির জায়গার বিরোধ নিষ্পত্তি করা, সাগরিকা ষ্টোরের জায়গা পরিকল্পিত ভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহন করা, সিটিজেন চাটার্ট প্রণয়ন, হাউজিং প্রকল্প ও পার্কগুলোকে সুষ্ট ব্যবস্থাপনায় আণয়নের সিদ্ধান্ত গৃহিত হয়। সভার সভাপতি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী সকলকে মনে প্রাণে সিটি কর্পোরেশনকে দরদ দিয়ে বিবেচনায় রাখতে হবে। এ প্রতিষ্ঠানটিকে নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। এ প্রতিষ্ঠানের ভাল-মন্দ সব কিছুর সাথে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও জবাবদিহীতা থাকতে হবে। প্রত্যেকের সুপ্ত প্রতিভাকে জনকল্যাণে জাগ্রত করতে হবে। কর্পোরেশনের সুনাম ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। মেয়র বলেন, ধর্মীয় বিধান, মানবিক মূল্যবোধ, নীতি-নৈতিকতাকে ধারন করে শতভাগ সেবার মানসে স্ব-স্ব দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করতে হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, রোগী, ঠিকাদারসহ যারা যারা অত্র প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন বা হবেন সকলকে ক্লিন নগরী গড়ার উদ্যোগে সম্পৃক্ত করতে হবে। বিভাগীয় সমন্বয় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, উপ সচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এয়াকুব নবী, আনোয়ার হোছাইন, মো. রফিকুল ইসলাম মানিক, স্থপতি এ কে এম রেজাউল করিম, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলাম, সামসুল হু
দা সিদ্দিকী, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, ডা. দিল আফরোজা খানম, সহকারী প্রকৌশলী ঝুলন কান্তি দাশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...