Connecting You with the Truth

চট্রগ্রামে ৫ কোটি টাকার ইয়াবা আটক

yaba

নিজাম উদ্দিন, চট্টগ্রাম: চট্রগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোন চিপাতলীর ঘাট সংলগ্ন এলাকা থেকে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে । লেফটেন্যান্ট কর্নেল( জি) পি পি এম,বি এন ডিকসন চৌধুরী বলেন, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা চিপাতলীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলেন জানান তিনি।
তিনি আরও জানান, ইয়াবা আমাদের দেশে চাহিদা বেড়েছে। সেই জন্য ইয়াবা বেশি আমাদের দেশে আসছে । নদী পথে ইয়াবা বেশি আসছে কারন নদী পথে আমরা স্থল পথের তুলনাই অনেক কম টহল জোরদার করতে পারি।

Comments
Loading...