Connecting You with the Truth

চতুর্থ ম্যাচে জয় বার্সার গোল উৎসব লেভান্তের জালে

s-4
স্পোর্টস ডেস্ক:
লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে বার্সেলোনা। লেভান্তের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে কাতালানরা। এখন পর্যন্ত অপরাজিত হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল লুইস এনরিকের দল। ম্যাচের প্রথম গোলদাতা ব্রাজিলের তারকা নেইমার। আর বলের জোগানদাতা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নতুন মৌসুমে এ জুটি অসাধারণ খেলে চলেছেন। ম্যাচের ৩৪ মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে লেভান্তের জালে বল জড়ান নেইমার। ম্যাচের ৪১ মিনিটে মেসিকে অবৈধভাবে বাধা দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান লেভান্তের লুকাস ভিন্ত্রা। ফলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। পেনাল্টি শট নিতে আসেন মেসি নিজেই। কিন্তু গোলপোস্টের বাইরে দিয়ে বল পাঠিয়ে গোল বঞ্চিত হন তিনি। এর দুই মিনিট পরেই গোল করে ব্যবধান দ্বিগুন করেন ইভান রেকিটিক। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথি হিসেবে খেলতে নামা বার্সেলোনা। বিরতি থেকে ফিরে রক্ষনভাগকে সামলাতে ব্যস্ত থাকতে হয় লেভান্তেকে। ম্যাচের ৫৭ মিনিটে সান্দ্রো রামিরেজের গোলে লিড বাড়ায় বার্সা। রামিরেজের গোলে বড় ভূমিকা রেখেছেন মেসি। তার পাস থেকে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন রামিরেজ। এনরিকের শিষ্যদের চতুর্থ গোল আসে ম্যাচের ৬৪ মিনিটে। জরদি আলবার পাস থেকে বল পেয়ে গোল করেন পেদ্রো। আর দলের পঞ্চম গোলটি করেন মেসি। ম্যাচের ৭৭ মিনিটে লেভান্তের গোলরক্ষক নিজেদের খেলোয়াড়কে বল দিতে গিয়ে মেসিকে ভুল করে বল দিয়ে দেন। কিন্তু আর্জেন্টাইন তারকার কোনো ভুল হয় সেখান থেকে গোল আদায় করে নিতে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এ জয়ের ফলে পয়েন্ট তালিকায় চার ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল এনরিকের শিষ্যরা।


Comments
Loading...