চবিতে দুই শতাধিক শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম প্রতিনিধি:
সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হাকিম গতকাল সকালে বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা করেন। হাটহাজারীর ওসি ইসমাইল হোসেন জানান, মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১২০-৩০ জনকে আসামি করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় মাঠে খেলা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় শিবির ও ছাত্রলীগ কর্মীরা। ওই সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে পুলিশ ১৩টি পেট্রোল বোমা, একটি দা ও বেশ কিছু পাথর উদ্ধার করে। এরপর সোমবার ওই হলটি বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।