চরকির চক্করে ঘোরে মোশাররফের ভাগ্য
বিনোদন ডেস্ক:
চরকি ঘোরে। টাকা ওড়ে। চরকির এক চক্করে পকেট ভারি হয়। ভাগ্যের দূর্দশায় আবার পথেও বসে অনেকেই। সেই চরকির চক্করে ঘুরছে মোশাররফ করিমের ভাগ্য। সন্তান, সংসার, স্ত্রী হারিয়ে শেষ পর্যন্ত বিবেকের মুখোমুখি তিনি। মোশাররফ করিমের এ ঘটনা বাস্তব নয়, টেলিছবির। তবুও বাস্তবতা এটাই যে, চরকি নামক জুয়া খেলায় প্রতিনিয়ত বহু মানুষ হারাচ্ছে সর্বস্ব। টেলিছবি ‘চরকি’তে জুয়াড়ির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। তবে জুয়া খেলাকে অপরাধ মনে করেন না তিনি। তার মতে, ‘টাকা লাগাই, টাকা আসে। এটা আমার পেশা।’ ‘চরকি’ লিখেছেন ও পরিচালনা করেছেন মোহাম্মদ নাজিমউদ্দিন রাজু। তিনি বলছেন, ‘মোশাররফ ভাইয়ের শিডিউল পেতে সাধারণত একটু দেরি হয়। তাকে এই চিত্রনাট্যটি দিয়েছিলাম। কয়েকদিন পরেই আমাকে অবাক করে তিনি ফোন দিয়ে বললেন, ‘চল, কাজটা দু’একদিনের মধ্যেই করে ফেলি। আমরা স্পটেই চরকি বানালাম। কাজ হলো।’ ‘চরকি’তে আরও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, আরফান, মুকিত, হোসনে আরা পুতুল প্রমুখ। ডিসেম্বরের মাঝামাঝি পুবাইলে নাটকটির দৃশ্যধারণ হয়েছে।