Connecting You with the Truth

চলতি মাসের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি: আমেরিকা

9499d5406d2f7b66d393db9c10d98a5c_XLআন্তর্জাতিক ডেস্ক:

চলতি মার্চ মাসের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর রাজনৈতিক সমঝোতা সম্ভব বলে মন্তব্য করেছে আমেরিকা। শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেছেন, “আশা করছি মার্চ মাস শেষ হওয়ার আগেই আমরা রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারব।” তিনি এও জানান- সুইজারল্যান্ডের লোজেন শহরে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার প্রতিদিনকার আলোচনার ফলাফল প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে প্রেসিডেন্ট ওবামার যোগাযোগ ছিল বলেও জানান তিনি। পরমাণু ইস্যুতে রাজনৈতিক সমঝোতা হওয়ার পর ইরান ও ছয় জাতিগোষ্ঠী চূড়ান্ত চুক্তির বিষয়ে কৌশলগত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবে। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সুইজারল্যান্ডে ছয়দিনের বৈঠক শেষে বলেছেন, এবারের আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে; তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত জন কেরির সঙ্গে তার বৈঠক অনেক বেশি ‘ভালো’ ছিল বলে মন্তব্য করেন জারিফ।

Comments
Loading...