Connecting You with the Truth

চসিক প্রিমিয়ার কলেজে মাদকবিরোধী উদ্বুদ্ধকরণসভা

ব্যুরো অফিস চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে মাদকবিরোধী উদ্বুদ্ধকরণসভার আয়োজন করা হয়। গত সোমবার বেলা ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজের হল রুমে আয়োজন করা হয় এ সভার। উপ-অঞ্চলের সুপারিনটেনডেন্ট চৌধুরী ইমরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চলের উপ-পরিচালক জনাব মো. আলী আসলাম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজের প্রভাষক রাজীব সাহা ও পাহাড়তলী থানার সাব-ইন্সপেক্টর জনাব নূরুল হুদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক। উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মাদক উদ্ধার ও মাদক পাচারের কলাকৌশল সম্পর্কিত স্থির”িত্র প্রদর্শন করা হয়। উদ্বুদ্ধকরণ সভায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। সভায় বক্তাগণ মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার জন্য তরুণ প্রজন্ম তথা ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান।

Comments
Loading...