চাটমোহরে বগি লাইনচ্যুত: ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে আন্তঃনগর ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চল (রাজশাহী, রংপুর) ও পশ্চিমাঞ্চলের (খুলনা) সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে একশ’ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।
চাটমোহর স্টেশন মাস্টার মহিউল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি চাটমোহর স্টেশন থেকে একশ গজ দূরে লাইনচ্যুত হয়। এতে রেলওয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ঈশ্বরদীর পাকশী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান চাটমোহর স্টেশন মাস্টার। সন্ধ্যা নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।