চারঘাটে গাজাসহ ৫ জন গ্রেফতার
চারঘাট প্রতিনিধি:
চারঘাট উপজেলায় সাড়াশি অভিযানে চারঘাট মডেল থানার উপসহকারী পরিদর্শক আরিফুল ইসলাম, আ: রহিম ও বিজিবি সদস্য মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন মামলার জিআর ভুক্ত আসামী আলী হোসেন, রুহুল আমিন, সুমন ও বাবুল রহমানকে নিজ বাড়ি মাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদিকে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও চারঘাট থানা পুলিশ মৃত কছের মেম্বারের ছেলে মোছাদ্দেককে নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রয়ের সময় ফেনসিডিলসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলিদাগাছি আশ্রয় প্রকল্প থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে গাঁজা গাছের মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি গোলাম মর্তূজা জানান, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ও ফেনসিডিল বিক্রেতা ও একটি গাঁজার গাছসহ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। থানা সূত্রে জানা গেছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।