চারঘাটে ফেনসিডিলসহ আটক ২
চারঘাট প্রতিনিধি:
চারঘাট মডেল থানা পুলিশ বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার বালাদিয়াড় গ্রামের কুবাদ আলী এবং টাঙ্গন গ্রামের ওবায়দুল। গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক পারভেজ ফিরোজ ও আ. রহিম তাদের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উক্ত ২ ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় দুইটি পৃথক মামলা হয়েছে এবং বৃহস্পতিবার আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।