Connecting You with the Truth

চার ম্যাচ পর ডি মারিয়ার কীর্তিতে ম্যানইউর প্রথম জয়

s-1a
স্পোর্টস ডেস্ক:
অবশেষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ভন গলের দলের প্রথম জয় এটি। তাও আবার চার ম্যাচ পর। রোববার ওল্ড ট্রাফোর্ডের মাঠের এই জয়ের কারিগর ছিলেন আর্জেন্টাইন স্টার এঞ্জেল ডি মারিয়া। ৮৫ মিনিট মাঠে থেকে মারিয়া বলে এদিন জাদুকরী ৯৫ স্পর্শ দিয়েছেন। আর চার গোলের একটি নিজে করার পাশাপাশি আবদান রেখেছেন বাকি তিনটিতেই। সত্যিই ম্যাচটা ছিল ডি মারিয়াময়। ওল্ড ট্রাফোর্ডে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৪-০ ব্যবধানের হারানোর পথে ডি মারিয়া যা করে দেখালেন তাতে আফসোস করতেই পারেন তার সাবেক দল রিয়াল মাদ্রিদের ভক্তরা। সর্বশেষ ম্যাচেও যে রিয়াল হেরেছে অ্যাটলেটিকোর কাছে। সে যাই হোক এদিন প্রথমার্ধের অর্ধেক সময় পার হতেই ডি মারিয়া ঝলক দেখল ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা। এসময় তার বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি কিকের গোলে চোখ জুড়িয়ে যায় দর্শকদের। দ্বিতীয় গোলটি ইউনাইটেডের পক্ষে করেন এন্ডার হেরেরো। এবারও ত্রাতার ভূমিকায় ছিলেন এঞ্জেল ডি মারিয়া (২-০)। আর এবার একটু ব্যাতিক্রমধর্মী ফুটবল প্রদর্শনী দেখালেন ডি মারিয়া। প্রায় ৬৯ গজ দৌঁড়ালেন তিনি। আর গতিটা ছিল বজ্রের ন্যায় গতিশীল। এসময় তিনি নিজেদের ডি বক্সের কাছ থেকে পুরো মাঠ দৌঁড়ে গেলেন প্রতিপক্ষের ডি বক্সের কাছে। রুনি আর হেরেরা তখন ছিলেন কুইন্স পার্ক রেঞ্জার্সের ডি বক্সের ভিতরেই। ডি মারিয়া তখন ডিফেন্স চেরা পাস দিয়ে করালেন দ্বিতীয় গোল। রুনি তখন মারিয়ার পাসে বল পেয়েও ধরে রাখতে পারেননি। তবে সেই বলই পেয়ে যান হেরেরা। আর তা থেকেই আসে ম্যানইউর দ্বিতীয় গোল। ম্যানইউয়ের পক্ষে তৃতীয় গোলটি করেন রুনি। আর সেবারও বলে মারিয়ার স্পশ ছিল। আর সর্বশেষ গোলটিও করান ডি মারিয়া। ডি মারিয়ার পাসে বল পেয়ে গোল করেন ম্যানইউর স্পেনিশ ফরোয়ার্ড মাতা। আর ম্যানইউ জয় পায় ৪-০ ব্যবধানে।

Comments
Loading...