Connecting You with the Truth

চার লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবে চসিক

cccচট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ২২-২৭ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলাকালীন ১২৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৫-১২ বছরের বয়সী প্রায় চার লাখ ছাত্রছাত্রীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবে।
বৃহস্পতিবার বিকালে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এ তথ্য জানান।
চসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাছিম ভূঁইয়া, ডা. আশীষ কুমার মুখার্জী, ডা. আরপি আসিফ খান, ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. মুজিবুল আলম চৌধুরী ও ডা. সুমন তালুকদার, নিষ্কৃতি ক্লিনিক ম্যানেজার মো. আলাউদ্দিন।

Comments
Loading...