Connecting You with the Truth

চিরিরবন্দর-পার্বতীপুর সড়ক অপ্রশস্ত হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

চিরিরবন্দর প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুর শহর থেকে চিরিরবন্দর ১৪ কিলোমিটার চিরিরবন্দর থেকে পার্বতীপুর ১৬ কিলোমিটার মোট ৩০ কিলোমিটার পাকা রাস্তা প্রশস্ত কম থাকায় প্রতিদিন অহরহ দুর্ঘটনা ঘটছে। দিনাজপুর শহর থেকে রেল যোগাযোগ ছাড়াও সড়ক ও জলপথ বিভাগের এই পাকা সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য বাস-মিনিবাস, ঢাকাগামী নৈশ ও দিবা কোচ, ট্রাক, ট্রাক্টর, পিক-আপ, মাইক্রো, অটো, রিকশা, অটো বাইক ও মোটর সাইকেল ও ভ্যান চলাচল করে থাকে। এছাড়াও বিভিন্ন উপজেলার মানুষ বিভিন্ন জরুরি কাজে রংপুর-বগুড়া-রাজশাহী-ঢাকা যাতায়াত করে থকেন। চিরিরবন্দর পার্বতীপুরের অনেকগুলো প্রসিদ্ধ ধান ও চালের ব্যবসা কেন্দ্র হওয়ায় প্রতিদিন অসংখ্য পণ্যবাহী ট্রাক এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে মালামাল পরিবহন করে থকে। কিন্তু গাড়ি চলাচলের যান বহনে ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মালবাহী ট্রাক চালক জানান, পাকা রাস্তাটি প্রশস্ত কম হওয়ায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। অনেক সময় ওভারটেক করতে বিপরীতগামী থেকে আসা গাড়িকে ঠিক মত সাইড দিতে না পারলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। এজন্য এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। পাকা রাস্তা অতি জরুরি প্রশস্ত করার দাবি জানান তিনি।

Comments
Loading...