Connecting You with the Truth

চিলিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

chili

চিলিতে ৮ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ৫ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে চিলি, পেরু ও নিউজিল্যান্ডে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ২শ ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের পেরু সীমান্তের কাছে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর উপকূলবর্তী শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে কর্তৃপক্ষ। এর আগে ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে কয়েকশ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...