Connecting You with the Truth

চীনের প্রেসিডেন্ট ‘শি’কে ‘ইলাভেন’ বলে চাকুরী হারাল টিভি উপস্থাপক

XI_604824347চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নামের বানান অনেকের কাছেই খটকা লাগে। কারণ চীনা শব্দ ‘শি’ এর বানান (Xi) দেখতে অনেকটা রোমান সংখ্যা এগারোর (XI) মতো। তাই কেউ কেউ ‘শি’কে ‘ইলাভেন’ বলে থাকেন। অনানুষ্ঠানিকভাবে ভুল করে হয়তো অনেকে শুধরেও গেছেন। 

কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশনের মতো জায়গায় উপস্থাপকের ভুল! এটা মানতে পারেনি টিভি কর্তৃপক্ষ। পরিণামে চাকরি হারাতো হলো বেচারা উপস্থাপককে। এমনটি ঘটেছে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের এক উপস্থাপকের ভাগ্যে।

শুক্রবার ভারত সফর করে দেশে ফিরেছেন চীনা প্রেসিডেন্ট। আর ঘটনাটি ঘটে বুধবারের দূরদর্শন সংবাদে। 

রয়টার্সকে টিভি কর্তৃপক্ষ জানায়, এটি ক্ষমার অযোগ্য অপরাধ। তাই মাস খানেক তাকে (উপস্থাপক) সংবাদ পড়া থেকে দূরে রাখছি।

কর্তৃপক্ষ আরো জানায়, সংবাদ উপস্থাপকের অভাবে তারা বাধ্য হয়ে মাঝে মাঝে তার মতো ক্যাজুয়াল উপস্থাপক দিয়ে নিউজ বুলেটিন চালাতেন। আর তাতেই বাধল বিপত্তি।

যখন বেসরকারি টিভিগুলোর সঙ্গে দূরদর্শন প্রতিযোগিতায় টিকতে সংগ্রাম করে যাচ্ছে তখনই এমন একটি ঘটনা ঘটল। নিম্নমানের অনুষ্ঠানের কারণে প্রায়ই তীব্র সমালোচনায় পড়তে হয় দূরদর্শনকে। 

Comments
Loading...