চীনের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন শি
চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) একটি আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং।
তিনি বলেছেন, তথ্য প্রযুক্তির এই যুগে পিএলএ সদর দপ্তরকে একটি আঞ্চলিক যুদ্ধের প্রস্তুতি এবং এ যুদ্ধে জয়ী হওয়ার ক্ষমতা অর্জন করা উচিত।
সম্প্রতি ভারত সফর শেষে শি দেশে ফেরার পর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া তার উদ্ধৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।
এর আগেও শি জিনপিং অনেকবার পিএলএ-কে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন।
সম্প্রতি ফের তার এ বক্তব্য বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্ব বহন করে।
চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক (সিপিসি) শি জিনপিং বলেন, পিএলএ সদর দপ্তরকে শাসক দল চীনা কমিউনিস্ট পার্টির প্রতি পরম আনুগত্য এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে। চেইন অব কমান্ডের নিশ্চয়তা এবং কেন্দ্রীয়ভাবে সব সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
সম্প্রতি ভারতের লাদাখ অঞ্চলের চুমুর এলাকায় পিএলএ এবং ভারতীয় বাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। ঠিক এ অচলাবস্থা চলার সময়ে শি নির্দেশ দিয়েছেন।
এদিকে রোববার পিএলএ প্রধান জেনারেল ফাং ফেঙ্গুইন এক বিবৃতিতে বলেন, সব বাহিনীর উচিত প্রেসিডেন্টের সব নির্দেশনা অনুসরণ করা।
একই সঙ্গে সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) চেয়ারম্যান জিনপিং-এর নির্ধারিত নির্দেশনা পালনে বাহিনীর কর্মপদ্ধতি সময়োপযোগী করাও প্রয়োজন।