Connecting You with the Truth

চীনে বোমা হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক :  চীনে বেকার এক যুবক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ওই যুবকসহ আরেকজন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২৪ জন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।

পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের হেজ পার্কে সোমবার বিকেলে জি জিংতাঙ (৩৩) নামের ওই ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বেকার ওই যুবকসহ আরো একজন নিহত হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানায় বার্তা সংস্থা সিনহুয়া।

উল্লেখ্য, চীনে নানা কারণে ত্যক্তবিরক্ত নাগরিকেরা সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই এ ধরনের মারাত্মক ঘটনা ঘটিয়ে আসছে। এরকমই এক ঘটনা ঘটেছে ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে ২০১৩ সালে। স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে রাস্তার এক ফেরিওয়ালা এক বাসে আগুন ধরিয়ে দেয়। এতে ৪৬ যাত্রী প্রাণ হারায়। ওই ফেরিওয়ালাও নিহত হয়।

Comments
Loading...