চুকনগর আঠারমাইলে খোলা আকাশের নীচে দেদারসে বিক্রি হচ্ছে পঁচা বাশি খাবার

নোংড়া তেল
চুকনগর(খুলনা) প্রতিনিধি॥ চুকনগরের আঠারমইলে খোলা বাজারে খাবারের দোকানে রমরমাভাবে বিক্রি হচ্ছে পঁচা বাশি খাবার। এ পঁচা বাশি খাবার খাওয়ার ফলে ভোক্তা সাধারণরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে এতে করে একদিকে যেমন মানুষ পেটের পীড়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে , অন্য দিকে বহুদিন যাবত ভ্রামমান আদালতের তদারকি না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে এসব অসাধু  ব্যাবসায়ীরা, একই সাথে চায়ের দোকানগুলোতেও ভেজাল বাসী কেক পাউরুটি বিক্রি করছে দেধারছে । স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আঠারমাইল বাজারে খোলা আকাশের নীচে অসাস্থ্যকর পরিবেশে অসাধু ব্যবসায়ী ফারুক হোসেন প্রতিনিয়ত পুরাতন ভেজাল তৈল দিয়ে সিংগড়া, পুরি, পেয়াজিসহ নানাবিধ মুখরোচক খাবার তৈরি করে বিক্রি করে থাকেন। সাধারণ ভোক্তারা এ সমস্ত খাবার কিনে বাড়ি নিয়ে শিশুসহ পরিবারের লোকজন তা খাওয়ার পরে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে জানা গেছে। তাছিম আহম্মেদ, ফজলুর রহমান ও আশরাফুল ইসলামের বাড়িতে শিশুরা এ খাবার খেয়ে পেটের পীড়ায় ভুগছে। এ ব্যপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানাসামছুদ্দৌজা ন, অসাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুতভাবে অভিযান দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিয়াউর রহমান (চুকনগর প্রতিনিধি) খুলনা।

জে-থার্টিন/বিপি

Comments (0)
Add Comment