Connecting You with the Truth

চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গায় স্বল্পজীবন শস্যকর্তন অনুষ্ঠান

chuadanga. Solpo Meyader Fosolভ্রাম্যমাণ প্রতিনিধি চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত মঙ্গলবার এনপিকে গুটি ইউরিয়া প্রয়োগকৃত অতি স্বল্পজীবকালের (১০৫) দিন বয়সের ব্রি-৫৫/৪৮ ধান কাটা উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে শস্যকর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বায়োটেক এগ্রো কমপ্লেক্সের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান পুলোকের সার্বিক ব্যবস্থাপনায় শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম হাসিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আইএফডিসির ফিল্ড মনিটরিং অফিসার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা শামসুল আলম, কৃষক মাহাতাব উদ্দিন ও কৃষাণী মিনি খাতুন। উল্লেখ্য, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের পরামর্শক্রমে উপজেলার মুন্সিগঞ্জের ২৫০ হেক্টর জমির মধ্যে প্রায় ১৫০ হেক্টর জমিতে কৃষকরা বায়োটেক এগ্রো কমপ্লেক্সের গুটি ইউরিয়া ও এনপিকে গুটি ব্যবহার করে ব্যাপকভাবে লাভবান ও উপকৃত হচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সকল কৃষককে গুটি ও এনপিকে গুটি ইউরিয়া ব্যাপকভাবে ব্যবহারের দিক নির্দেশনা দেন। তিনি জানান, গুটি ও এনপিকে গুটি ইউরিয়া ব্যবহার করে আর্থিকভাবে স্বচ্ছলতা পাওয়া যাবে।

Comments
Loading...