চুয়াডাঙ্গায় ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
৬নং বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মো. আনোয়ার জাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার আনুমানিক সকাল ১১.৪৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. আসাদুল করিম তার ফোর্স সহ এক অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নিমতলা গ্রামের নিমতলা বিএসপি মাঠ সংলগ্ন এলাকা থেকে ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৮০০ টাকা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।