দেশজুড়ে
চুয়াডাঙ্গা কারাগারে বন্দী ভারতীয় নাগরিককে রেডক্রিসেন্ট সোসাইটির উপহার বিতরণ
খন্দকার শাহ্ আলম মন্টু, চুয়াডাঙ্গা:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী চার ভারতীয় নাগরিককে নিত্য প্রয়োজনীয় উপকরণ উপহার দেওয়া হয়েছে। কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুজ্জামানের উপস্থিতিতে রেডক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিটের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কারাফটকে বন্দীদের হাতে এসব তুলে দেন। রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষে এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইউনিটের কার্যকরী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপ পরিচালক হায়দার আলী, প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন, আজীবন সদস্য শাহ আলম সনি ও যুব রেডক্রিসেন্ট নেতা মাবুদ সরকার। এসময় ভারপ্রাপ্ত জেলার ফয়েজুর রহমানসহ কারারক্ষীরা উপস্থিত ছিলেন। প্রত্যেক বন্দীকে একটি করে শার্ট, লুঙ্গি, গায়ে মাখা সাবান, টুথ ব্রাশ, টুথ পাউডার, কাপড় কাচা সাবান, লুডু, ট্রেসিং ব্যাগ ও গামছা দেওয়া হয়। উপহারপ্রাপ্ত বন্দীরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর থানাধীন শান্তিপুর ফকিরপাড়া লেনের মৃত আব্দুল ওস্তাগারের ছেলে সেতাব আলী ওস্তাগার (৩৭), মরুটিয়া থানাধীন দীঘলকান্দি গ্রামের জ্যোতিন্দ্রনাথ বাগচীর ছেলে আশু বাগচী (৪০) এবং একই থানাধীন পাখি গ্রামের আবেদ আলী মল্লিকের ছেলে হাফিজ মল্লিক (২৮)ও মৃত এলাহী মল্লিকের ছেলে আবীর মল্লিক (৫২)। এর আগে গত ২৪ জুন ভারতের বর্ধমান জেলার মঙ্গলকোর্ট থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত মকিন শেখের ছেলে নুরাই শেখের (৪২) হাতে উপহার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, নুরাই শেখ সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বন্দী রয়েছেন এবং অন্য চারজনের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।
Highlights
অধিকার আদায়ে শেরপুর প্রেসক্লাবে তালা দিয়ে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালন
দেশজুড়ে
অন্য নারীকে মা বানিয়ে প্রতারণার অভিযোগ
দেশজুড়ে
বাজুস এর কমিটি বাতিলের দাবীতে শেরপুরে স্বর্ণ ব্যবসায়ীদের মানববন্ধন
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস