Connecting You with the Truth

ছিটকে গেলেন মিলনে

স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবার ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামার আগে ‘ধাক্কা’ খেল নিউজিল্যান্ড শিবির। ইনজুরির কারণে সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছেন দলের পেসার অ্যাডাম মিলনে। দল ফাইনালে উঠলেও খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে ম্যাট হেনরিকে স্কোয়াডে যোগ দিতে ডেকে পাঠানো হয়েছে। নিউজিল্যান্ডের কোচ হেসন সোমবার জানান, গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপে অ্যাডাম মিলনের আর খেলা হচ্ছে না। সোমবার হেনরি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে। স্কোয়াডের সঙ্গে যোগ হেনরিকে যোগ করার জন্য নিউজিল্যান্ড এখন আইসিসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’ এদিকে অ্যাডাম মিলনে’র ছিটকে পড়াটা দলের জন্য ‘আঘাত’ বলে মনে করেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। মিলনে’র অনুপস্থিতির কারণে দলের কৌশল নিয়ে এখন নতুন করে ভাবতে হবে বলে জানান তিনি। কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলকে সরাসরি বোল্ড করেন অ্যাডাম মিলনে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫ উইকেট নিয়ে তিনি। এদিকে মিলন ‘র পরিবর্তে একাদশে ঢোকার জন্য অপেক্ষায় থাকা ম্যাট হেনরি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন হলেও তার বোলিং পারফরমেন্স যথেষ্ট সমীহ জাগানো। ৮টি ওয়ানডেতে ১৫.৪২ গড়ে ২১ উইকেট নিয়েছেন তিনি।

Comments
Loading...