Connecting You with the Truth

জঙ্গি দমনে বাংলাদেশের সংকল্প স্পষ্ট: বার্নিকাট

marsbarnika2নিজস্ব প্রতিবেদক: জঙ্গি দমনে বাংলাদেশের সংকল্প স্পষ্ট বলে মনে করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। মঙ্গলবার দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে একইসঙ্গে তিনি দেশের প্রান্তিক সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানান।
বার্নিকাট বলেন, বাংলাদেশে ঐতিহাসিকভাবে শেকড় আছে এমন জনগোষ্ঠীর সদস্যদের ওপর সাম্প্রতিক কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বৈচিত্র্য ও সৌহার্দ্যের ঐতিহ্যের ওপর এটি একটি আঘাত। এই ঘটনার এবং সকল চরমপন্থী আঘাতের অপরাধীদের চিহ্নিত করতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিককালে এই ধরনের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার, ঢাকায় সন্ত্রাস-দমন অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের মাধ্যমে জঙ্গিবাদের মূল উৎপাটনে বাংলাদেশ সরকারের সংকল্প লক্ষ্য করা যায় বলেও তিনি মন্তব্য করেন।

Comments
Loading...