Connecting You with the Truth

জঙ্গি মুরাদের শরীরে ৯ গুলি; ৩টি মাথায়: ময়নাতদন্তের রিপোর্ট

Mirpurডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি জাহাঙ্গীর ওরফে মেজর মুরাদের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে।
ময়নাতদন্ত শেষে চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, গুলিতেই মুরাদের মৃত্যু হয়। তার শরীরে ৯টি গুলির চিহ্ন পাওয়া গেছে। তার মধ্যে ৩টি গুলি মাথায় এবং বাকিগুলো বুকে ও শরীরের অন্যান্য জায়গায় লাগে। তার শরীরে সামনে থেকে গুলি লেগে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। তার এক হাত এবং এক পা গুলির আঘাতে ভেঙ্গে যায়।
তিনি আরো জানান, তার পুরো পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশের নির্দেশে তার ডিএনএ এবং অন্যান্য রাসায়নিক নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে পুলিশের একটি অ্যাম্বুলেন্সে করে মুরাদের লাশ ঢামেকে আনা হয়।
৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ অভিযানে যায়। ওই সময় বাসায় অবস্থানরত ‘জঙ্গিরা’ পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে জঙ্গি মুরাদ নিহত হয়।

Comments
Loading...