জনপ্রিয়তার তুঙ্গে হানি সিং কিন্তু কাজের মান নিয়ে পিছিয়ে!
বিনোদন ডেস্ক:
জনপ্রিয়তার তুঙ্গে এই সঙ্গীতশিল্পী। সকল বয়সের শ্রোতাদের কাছে তিনি সমান জনপ্রিয়। তবে এই তারকার গানের কথা নিয়ে সমালোচকদের আপত্তি থাকলেও ভক্তরা কিন্তু ঠিকই লুফে নিচ্ছেন তার গান। তবে এবার শোনা যাচ্ছে জনপ্রিয়তার কথা মাথায় রেখে একেবারে বদলে যেতে শুরু করেছেন এই তারকা সঙ্গীতশিল্পী। আধঘণ্টা বা একঘণ্টা সময়ের মধ্যে আর গানের লিরিক্স তৈরি করতে চান না হানি সিং। মাত্র ত্রিশ মিনিটের মধ্যে তৈরি করেছেন সদ্য মুক্তি পাওয়া ‘সিংহাম রিটার্নস’-র ‘আতা মাঝি সাটাক লি’। গান সুপার হিট হলেও হানির মতে তাড়াহুড়োর কাজ কখনো ভালো হয়না, সেই কাজের গুণমানও ভাল হয় না। তাই তিনি এবার থেকে সময় নিয়ে সবচেয়ে ভাল কাজটাই দর্শকের সামনে তুলে ধরতে চান। সিংহাম রিটার্নসের গান কম্পোজিশন করার মতো সময় ছিল না তার হাতে। কিন্তু সিনেমার হিরো থেকে প্রযোজক সকলেই ভাবেন যত কম সময়ই থাকুন না কেন, হানি কিছু না কিছু কামাল করবেই। লন্ডন থেকে এমনই মতপ্রকাশ করলেন ইয়ো ইয়ো হানি সিং। হানির কথায় বারবার একটাই কথা প্রকাশ পেয়েছে যে ‘আতা মাঝি সাটাক লি’ হিট হলেও এভাবে কাজ করা তার একদমই পছন্দ নয়। সেটা শুধু কাজই হয়, তার গুণমান বলে কিছুই থাকেনা। লন্ডন থেকে মাত্র একদিনের মধ্যে উড়ে এসে অজয়-করিনার সঙ্গে শ্যুটিং করে আবার লন্ডন পাড়ি দেন রকিং সিংগিং স্টার ইয়ো ইয়ো হানি সিং। ‘সিংহাম রিটার্নস’-এ সময়ের অভাবের কথা বলার পাশাপাশি এটাও বলেছেন শাহরুখ-দীপিকার সঙ্গে ‘লুঙ্গী ডান্স’ আর অক্ষয়ের ‘বস’ সিনেমার ‘পার্টি অল নাইট’-এর জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে বলিউড হানির যাদুতে মেতে উঠলেও কাজের মানে পিছিয়ে রয়েছেন তিনি। তাই আর কখনো ‘কুছ ভি চলেগা’-এরকম কথা শুনতে নারাজ হানি।