বিনোদন
জনপ্রিয় চিত্রতারকা পূর্ণিমা স্বামী-সংসার নিয়েই বেশ আছেন
বিনোদন প্রতিবেদক:
স্বামী-সন্তান আর সংসার নিয়ে বেশ আছেন এখন একসময়ের জনপ্রিয় চিত্রতারকা পূর্ণিমা। মাত্র কিছুদিন আগে দেশবরেণ্য অভিনেত্রী ববিতা অভিনয় থেকে চিরবিদায়ের কথা বলেছেন। এরপর অনেকের খবরই পাওয়া গেছে। শাবনূর অস্ট্রেলিয়া থেকে আসি আসি বলেও আদৌ এদেশে চিরস্থায়ীভাবে আসবেন না। এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। এদিকে কিছুদিন আগে মা হওয়ার পর পুরোদস্তুর স্বামী-সংসার নিয়েই ব্যস্ত আছেন পূর্ণিমা। মাঝে মিডিয়ায় চাউর হয়েছিল যে, তিনি হয়তো আবারও ফিরবেন শোবিজে। বেশ ক’জন চিত্রপরিচালক পূর্ণিমার শ্বশুরালয়ের চৌকাঠও মাড়িয়েছেন। কিন্তু অবশেষে তারা সকলেই খালি হাতে ফিরেছেন। কারণ আপাতত পূর্ণিমার শোবিজে ফেরার কোনো ইচ্ছে নেই বলেই জানালেন তিনি। এদিকে সম্প্রতি ন্যান্সির আÍহত্যার ঘটনার পর পূর্ণিমার পরিবার থেকেও যেন আরও সাবধান করে দেওয়া হচ্ছে তাকে। এ প্রসঙ্গে পূর্ণিমা
বলেন, ‘মিডিয়ায় এখন আর আগের সেই অবস্থা নেই। আর আমি চাই না আবার নিয়মিত কাজ শুরু করে আমার স্বামী পরিবারকে অশান্তিতে ভোগাই। আমি কারো দোষ দিচ্ছি না, তবে এই শোবিজে সহকর্মীরাই একে অপররের জীবনকে বিষিয়ে ফেলে। পাশের কেউ শান্তিতে থাকুক তা যেন কেউই চায় না।’ বর্তমানে সন্তানকে দেখভালের জন্যই সারাদিনের সময় বরাদ্দ তার। এছাড়া ঘরের বাইরে বের হলেও বোরকা পরে বেরিয়ে যান অবলীলায়। পূর্ণিমার কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই বেশ ভালো আছি।’ আবারও আসে ন্যান্সি প্রসঙ্গ। পূর্ণিমা বলেন, ‘আমি কোনোভাবেই ন্যান্সির আÍহত্যার চেষ্টাকে মেনে নিতে পারছি না। আমি তো আমার এক সন্তানের মুখ চেয়ে হাজার কষ্ট সয়ে যেতে পারব। ন্যান্সি কী করে দুটি ফুটফুটে কন্যাকে ফেলে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিল! এ খুবই অন্যায়। সত্যিই আমি ন্যান্সির খবরে আঁতকে উঠেছি।
ওর সাথে আমার পরিচয় বা শখ্যতা নেই। তবে ওর গান ভীষণ ভালো লাগে আমার।’
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস