Connecting You with the Truth

জনপ্রিয় নায়ক রুবেলর ‘ব্ল্যাক মানি’

b-8
বিনোদন ডেস্ক:
একসময়ের বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক রুবেল। ‘ভণ্ড’ সিনেমা খ্যাত এই চিত্র নায়ক নতুন একটু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তিনি নতুন চমক নিয়ে দর্শকদের সামনে আসছেন বলে জানিয়েছেন এর পরিচালক। সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ সিনেমায় একদম নতুন রুপে অভিনয়ে ফিরছেন রুবেল। এতে আরও অভিনয় করবেন , কেয়া এবং মৌসুমি হামিদ। এ প্রসঙ্গে রুবেল বলেন, এর আগে আমি যতগুলো ছবিতে অভিনয় করেছি কিন্তু ‘ব্ল্যাক মানি’ ছবির চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করব। এর আগেও অনেক গুলো ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এই ছবিতে অন্য গেট আপ নিয়ে আসছি। বাকিটা দর্শক ছবিটি মুক্তির পর সিনেমা হলে গিয়ে দেখলেই বুঝবেন। রোমান্টিক-অ্যাকশন ধর্মী ছবিটির কাহিনী লিখছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটির সব গান লিখবেন কবির বকুল এবং সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন। ছবির শুটিং শুরু হবে নভেম্বর থেকে। ছবিটি নির্মিত হবে নতুন প্রযোজনা সংস্থা মুভি প্লানেটের ব্যানারে। এছাড়াও রুবেল বর্তমানে সাফি উদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ ছবির শুটিং করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত নতুন ছবি ‘আমার মন জুড়ে তুই।

Comments
Loading...