Connect with us

জাতীয়

জনস্বার্থে জীবনবাজির প্রতিশ্র“তি নতুন ডিএমপি কমিশনারের

Published

on

dmpস্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে নবাগত ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জনগণের ‘স্বার্থে’ জীবনবাজি রেখে কাজ করবে তার বাহিনী। বুধবার ঢাকা মহানগর কমিশনারের দায়িত্ব নেওয়ার সময় তিনি একথা বলেন। আছাদুজ্জামান বলেন, “২০১৩ সালেও দেশকে অশান্ত করতে নাশকতা চালানো হয়েছিল। সেখানে সারাদেশে ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। “তারপরও পুলিশ জনস্বার্থে জীবনবাজি রেখে কাজ করেছে। আগামীতেও তারা জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যেতে চায়।” হাইওয়ে পুলিশের দায়িত্ব থেকে ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব নিয়ে বুধবার নিজের কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলন করেন উপ-মহাপরিদর্শক আছাদুজ্জামান। ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পর ইতোপূর্বে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে রেঞ্জের আগে ঢাকা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ ও খুলনা রেঞ্জের দায়িত্ব পালন করেন। সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ আপসহীনভাবে মনোভাব নিয়ে কাজ করবে বলেও জানান বেনজীর আহমেদের উত্তরসূরি আছাদুজ্জামান। তিনি বলেন, “যারা গাছ কেটে, গাড়িতে আগুন নিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন করতে চায়, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” এ সময় এক প্রশ্নের জবাবে নতুন কমিশনার বলেন, “প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন মেনে পুলিশ দায়িত্ব পালন করবে। তারা পেশাদারী মনোভাবের বাইরে যাবে না।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *