Connect with us

দেশজুড়ে

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা র‌্যালি করলো ভাঙ্গায়

Published

on

ভাঙ্গা, ফরিদপুর:
জেলার ভাঙ্গা থানায় রবিবার দুপুর ২টার সময় ভাঙ্গা বাজার কালীবাড়ি নাট মন্দির থেকে জন্মাষ্টমী উপলক্ষে সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীদের এক র‌্যালি বের হয়। র‌্যালিটি থানার মোড় থেকে বের হয়ে বাসস্ট্যান্ড-কোর্টপাড় হয়ে পুনরায় মন্দিরে ফিরে আসে। এ সময় সবার মুখে মুখে শ্রীকৃষ্ণের নাম সম্বলিত বিভিন্ন শ্লোগান মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। বিভিন্ন বাদ্য এবং র‌্যলিতে অংশগ্রহণকারীদের সাজসজ্জা দর্শকদের বিমহিত করে। এদের দেখে মনে হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝি আজ পৃথিবীতে নেমে এসেছেন। র‌্যালি শেষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভাঙ্গা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিল। মন্দির কমিটির সভাপতি নেপাল চন্দ্র সাহা জানান, আমাদের আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য সকাল থেকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম এবং পার্শ্ববর্তী ৩/৪টি উপজেলা থেকে লোকজন আসতে থাকে। এক সময় মন্দিরসহ আশপাশের রাস্তা পরিপূর্ণ হয়ে যায়। সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র বণিক বলেন, অবস্থা দেখে আজ বলতে ইচ্ছা করে অনেক দিন পর আজ ভাঙ্গাতে সফলভাবে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হলো।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *