Connecting You with the Truth

জাতির জনকের প্রশ্নে সকল দলের ঐক্যবদ্ধ থাকা উচিৎ- আনোয়ার হোসেন মঞ্জু

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর সদর:
পরিবেশ ও বনমন্ত্রণালয়ের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন-জয় বাংলা মুক্তিযুদ্ধের শ্লোগান ও তৃণমূলের শ্লোগান। এ শ্লোগান দলমত নির্বিশেষে সকলের। ৭৫ এর ১৫ আগস্টের পরে বঙ্গবন্ধুর নাম অনেকেই মুখে আনতো না। কিন্তু আমি এরশাদের মন্ত্রী সভায় থেকে সংসদে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেছি। মন্ত্রী শনিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশ স্বাধীন হবার পরে রাজনীতি হতে হবে উন্নয়নের রাজনীতি। দেশের উন্নয়ন করতে হলে আইন ও নিয়ম মেনে চলতে হবে, কারণ-দেশের শান্তি শৃঙ্খলা না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। জাতির জনক বঙ্গবন্ধুর প্রশ্নে তিনি বলেন, গণতন্ত্রে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু জাতির জনকের প্রশ্নে সকল দলের ঐক্যবদ্ধ থাকা উচিৎ। ব্যতিক্রমধর্মী এ শোকসভা সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশের মধ্যে ভাণ্ডারিয়া আজ ইতিহাস সৃষ্টি করেছে। কারণ বঙ্গবন্ধু শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টি ( জেপি) ও আওয়ামী লীগ একই মঞ্চে ও একই সময় বঙ্গবন্ধু শোক দিবস পালন করছে এটা বাংলাদেশে এ পর্যন্ত কোথাও হয়নি। ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু বকর ছিদ্দিকী মন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক একেএমএ আউয়াল, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী ও জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের জেলা ও উপজেলা নের্তৃবৃন্দ। এর আগে মন্ত্রী ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের ৫৫ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে ১২ মিটার দীর্ঘ একটি সড়কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Comments
Loading...