জাতীয় শোক দিবস উপলক্ষে মতিঝিলে মিলাদ মাহিফল
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর (দক্ষিণ), মতিঝিল থানা ৯ নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় মতিঝিল ডিভিএস ক্লাব মিলনায়তনে মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান, ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ও ইসমাইল চৌধুরী সম্রাট, সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা দক্ষিণ। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, শোক দিবসে আমাদেরকে শপথ নিতে হবে জাতির পিতার নীতি-আদর্শ অনুসরণ করে ক্ষুধা-দারিদ্র্য ও দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ার। মিলাদ ও দোয়া মোনাজাতের পর প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ, প্রচার সম্পাদক আবুল কাসেম মন্টু, সাং¯ৃ‹তিক সম্পাদক হাসান উদ্দিন জামালসহ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।