Connecting You with the Truth

জাতীয় শোক দিবস পালিত হলাে বিরামপুরে

বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে ১৫ই আগস্ট শুক্রবার পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এ উপলক্ষে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বেলা ১০টায় এক বর্ণাঢ্য শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান মিল (২নং রাইস মিল) চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মিজানুর রহমান মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: খায়রুল আলম রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো: শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: পারভেজ কবীর, উপজেলা নির্বাহী অফিসার এ এস. এম মনিরুজ্জামান আল মাসউদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দিওড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো: নাসিম আনছারী, যুগ্ম আহ্বায়ক মো: মেজবাউল ইসলাম মেজবা, এস এম আল ইমরান উজ্জ্বল। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বিরামপুর পৌর পরিষদের পক্ষ থেকে পৌর মিলনায়তনে বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র, পৌর সচিব, পৌর কাউন্সিলরবৃন্দ এবং পৌর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Comments
Loading...