Connecting You with the Truth

জাপানের ‘নিকাতসু’র সঙ্গে অনন্তর চুক্তি

b-5
বিনোদন ডেস্ক:
অনন্ত জলিল প্রযোজিত, পরিচালিত ও অভিনীত ‘মোস্ট ওয়েলকাম টু’ জাপানে মুক্তি পেতে যাচ্ছে। এর অংশ হিসেবে জাপানের প্রতিষ্ঠান ‘নিকাতসু’র সঙ্গে অনন্তর চুক্তিস্বাক্ষর হয়েছে। নিকাতসু তাদরে নিজস্ব চলচ্চিত্রের পাশাপাশি বলিউড ও হলিউডের ছবি প্রদর্শন করে থাকে। এবারই প্রথম তাদের মাধ্যমে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি। এ প্রসঙ্গে অনন্তর মিডিয়া ম্যানেজার এসএম সজিব জানান, নিকাতসুর আওতাধীন সিনেমা হলগুলোর মধ্যে শুরুর দিকে নিচিগেকি প্লেক্স, নিউ তোহো সিনেমা, সিনে লা সেপ্ট, গিঞ্জা সিনে পাথোস, টগেকি, সিনেমা লিবার ইকেবুকারো, হিউম্যাক্স সিনেমা’স ফোরে ছবিটির প্রদর্শনী হবে। ‘মোস্ট ওয়েলকাম টু’তে বিজ্ঞানীর চরিত্রে বর্ষা আর অনন্ত অভিনয় করেছেন উচ্চপদ¯’ পুলিশ কর্মকর্তার ভূমিকায়। ছবিটি এবারের রোজার ঈদে মুক্তি পায়।

Comments
Loading...