Connecting You with the Truth

জাপানের প্রধানমন্ত্রীর সফরে বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাবে: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, দুদিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ ছাড়া রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী দুই দেশের বিনিয়োগকারীদের আয়োজনে একটি অনুষ্ঠানে বক্তৃতা করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকা সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বিনিয়োগ বোর্ড, এফবিসিসিআই এবং জেটরো আয়োজিত জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তৃতা করবেন। ২০০০ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরির পর এটাই হবে জাপানের কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর।

Comments
Loading...