জাপানের হিরোশিমায় ভূমিধসে নিহত অন্ততপক্ষে ৩৬
জাপানের হিরোশিমায় ভূমিধসে অন্ততপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। হিরোশিমা শহরের একপ্রান্তে একটি আবাসিক এলাকায় ভূমিধসের এ ঘটনা ঘটে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদসূত্রে বুধবার এ খবর জানিয়েছে বিবিসি।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাতের পর ভূমিধসের এ ঘটনা ঘটে।
প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, ধসে পড়া কাদা ও পাথরের নিলে ঘরবাড়ি চাপা পড়ে আছে আর উদ্ধারকারীরা ওই বাড়িগুলোর কাছে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন।
ভূমিধসে ৩৬ জন নিহত হওয়া ছাড়াও ৭ জন মানুষ নিখোঁজ রয়েছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
সরকারি কর্মকর্তা নাকাতোশি ওকামোতো বলেছেন, বেশ কিছু মানুষ ভেসে গেছেন। নিহতদের মধ্যে কাদায় চাপা পড়া দুই বছরের এক ছেলেশিশুও রয়েছেন বলে জানা গেছে।
আরো বৃষ্টির কারণে এ ধরনের ভূমিধসের ঘটনা আরো ঘটতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কর্মকর্তারা।
জাপানের মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকাই পার্বত্যময়। অনেক বাড়িই পাহাড় কেটে ঢালু ধাপের মধ্যে তৈরি করা হয়েছে। এতে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
২০১৩ সালে রাজধানী টোকিও’র দক্ষিণের ইঝু ও শিমা দ্বীপে ঘূর্ণিঝড়ের সময় ভূমিধসে ৩৫ জন নিহত হয়েছিলেন।