জাপানে রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার রেকর্ড ৪২০০ কোটি ডলারের (৪৯৮০০০ কোটি ইয়েন) প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে। পূর্ব চীন সাগরে বিতর্কিত দীপপুঞ্জ নিয়ে চীনের সঙ্গে বিরোধের মধ্যে জাপানের মন্ত্রিসভা বুধবার এ বাজেট অনুমোদন করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো জাপানে সামরিক খাতে বাজেট বরাদ্দ বাড়ল। আগামি অর্থ বছরের জন্য অনুমোদিত এ বাজেটে প্রতিরক্ষা খাতে ৪ দশমিক ৯৮ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করা হবে। গত অর্থবছরের চেয়ে এবছরের এ নতুন বাজেটে বরাদ্দ ২ দশমিক ৮ শতাংশ বেশি। জাপানকে ঘিরে পরিবর্তিত পরিস্থিতি সামাল দিতে এ অর্থ বরাদ্দ প্রয়োজন ছিল বলে জানিয়েছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতানি। টহল বিমান এবং জাহাজের জন্যই বাজেটের অর্থ ব্যয় করা হবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয় তালিকায় ২০টি সমুদ্রসীমা টহল বিমান, হেলিকপ্টারের মতো ওঠানামায় সক্ষম পাঁচটি বিমান এবং ছয়টি স্টিলথ যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া, ৩০টি উভচর যানও কিনবে জাপান। বিতর্কিত দ্বীপ নিয়ে চীনের সঙ্গে টানাপোড়েনের এ সময়ে নজরদারি বাড়াতে শিনজো আবে এ পদক্ষেপ নিচ্ছেন।