
জাপান সফরের দ্বিতীয় দিনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির ঐতিহাসিক শহর কিয়োটো’র তোজি মন্দির পরিদর্শন করেছেন।

রোববার প্রচীন এই বৌদ্ধ মন্দিরটি পরিদর্শন করার সময় জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে মোদির সঙ্গে ছিলেন।
এ সময় মন্দিরের প্রধান পুরোহিত ইয়াসু নাগামোরি’র সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেয়া হলে মোদি বলেন, “আমি মোদি আর আপনি মোরি!”
এভাবেই ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মন্দিরের প্রধান পুরোহিতকে অভিবাদন জানান।
এরপর ধবধবে সাদা পাঞ্জাবি-পায়জামা ও কুর্তা পরা মোদি কিনকাকু-জি মন্দিরে ৮৩ বছর বয়সী নাগামোরির সঙ্গে কিছু সময় কাটান।
৫৭ মিটার উচ্চতার তোজি মন্দিরটি ইউনেস্কো ঘোষিত কিয়োটোর অনেকগুলো ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের মধ্যে অন্যতম।