Connecting You with the Truth

জাপান সফর শেষে দেশে জাতীয় সংসদ স্পিকার

shirin sharminস্টাফ রিপোর্টার:
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে জাপানে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এসম্বলি ফর ওমেন, টোকিও-২০১৪’ সম্মেলনে অংশগ্রহণ শেষে মঙ্গলবার রাতে ঢাকা এসে পৌঁছেছেন। জাপানে অবস্থানকালে স্পিকার জাপানিজ ‘ডায়েট’ এর নিম্নকক্ষের স্পিকারের সাথে সাক্ষাৎ করেন এবং জাপান-বাংলাদেশ মৈত্রী লীগের মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ ও বৈঠক করেন। এছাড়াও জাপানি ডায়েটের উচ্চকক্ষের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে সাক্ষাৎকালে স্পিকার বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নে জাপানের আগ্রহ ও অঙ্গীকার এবং সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি ২০২০ সালের মধ্যে জাপানের নারী নেতৃত্বের হার শতকরা ৩০ ভাগে উন্নীত করার উদ্যোগের জন্য জাপানের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। পরে তিনি জাপান বিজনেস ফেডারেশন এ ডব্লিউ এ ডব্লিউ ওপেন ফোরাম এবং ‘ওয়ার্ল্ড এসম্বলি ফর ওমেন সম্মেলনের অভ্যর্থনা পর্বে যোগদান করেন। জাপানে সফরের দ্বিতীয় দিনে স্পিকার এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন। অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। এতে জাপানের প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ সফরকালে উষ্ণ আতিথেয়তা এবং নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদের প্রার্থিতা প্রত্যাহার করায় বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। স্পিকার বৈঠকে উপস্থিত দর্শকদের সাথে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করেন। সফরের তৃতীয় দিনে জাপানের সোফিয়া ইউনির্ভাসিটিতে অনুষ্ঠিত ‘যুব নারীর চিন্তা ও কর্ম’ শীর্ষক সিম্পোজিয়াম এ যোগদান করেন জাতীয় সংসদ স্পিকার। এরপর তিনি জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় যোগদান করেন। এ সময় শিশুরা রবীন্দ্র সংগীত পরিবেশনার মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানান। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের বিষয়টি উল্লেখ করে স্পিকার বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে প্রবাসীদের আরো ভূমিকা রাখার অনুরোধ জানান।

Comments
Loading...