Connecting You with the Truth

জাপার কর্মী সম্মেলনে এমপি খোকা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন শিরাবো মাঠে স্থানীয় ইউনিয়ন জাতীয় পার্টি ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. লিয়াকত খোকা। গত ৫ সেপ্টেম্বর বিকালে সম্মেলনে এমপি খোকা বলেন, তার সকল কর্মী হবে সম্পূর্ণ মাদকমুক্ত এক একটি সোনার ছেলে। তিনি তাদের প্রতিটি পরিবারের সদস্য হয়ে থাকতে চান। এ সময় নেতাকর্মীরা এমপি খোকার সোনারগাঁয়ের বিগত দিনের উন্নয়নের দিকও তুলে ধরেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আলী হোসেন আলী, নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক প্রিন্সিপাল শাহ্জাহান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. সুলতান খান, সোনারগাঁ উপজেলার দপ্তর সম্পাদক এ কেএম ফজলুল হক (জীবন), সাদীপুর ইউনিয়ন জাপার নেতা মো. আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী জিসান প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন জামপুর ইউপি চেয়ারম্যান শাহ্ মো. হানিফ।

Comments
Loading...