Connecting You with the Truth

জাভা সাগর থেকে তোলা হচ্ছে এয়ার এশিয়ার টেইল

airasia_453439703আন্তর্জাতিক ডেস্ক:

জাভা সাগরে ‘বিধ্বস্ত’ এয়ার এশিয়ার যাত্রীবাহী প্লেন কিউজেড ৮৫০১ এর টেইল (পেছনের অংশ) তলদেশ থেকে তোলা হচ্ছে। বেলুন প্রযুক্তি ব্যবহার করে টেইলটি উত্তোলনে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। পাশাপাশি প্লেনটির ‘ব্ল্যাক বক্স’ উদ্ধারেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। গত বুধবার (০৭ জানুয়ারি) জাভা সাগরে প্লেনটির টেইলের সন্ধান পায় ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল। এয়ার এশিয়ার প্লেনটির পেছনের অংশের সন্ধান পাওয়া গেছে বলে এক সংবাদ সম্মেলনে জানান উদ্ধারকারী দলের প্রধান বামবেং সোয়েলিস্তয়। এখন পর্যন্ত প্লেনটির ৪৮ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বিঘœ ঘটছে। অধিকাংশ আরোহী এখনও প্লেনের ভেতরে রয়েছেন বলে ধারণা কর্তৃপক্ষের। গত ২৮ ডিসেম্বর ভোরে উড়াল দেওয়ার পর এয়ার এশিয়ার ফ্লাইটটি সকাল ৭টা ২৪ মিনিটের পর থেকে সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। দুইদিন পর (৩০ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার এয়ার ফোর্সের কর্মকর্তা অগাস দুই পুতরান্তো জাভা সাগরে প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেন। ওইদিনই জাভা সাগরে প্লেনটির কয়েকজন আরোহীর মরদেহ ভেসে উঠে। প্লেনটিতে ৭ ক্রু ও ১৫৫ যাত্রী মিলিয়ে মোট ১৬২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ২ পাইলট ৫ ক্রেবিন ক্রু ছাড়া ১৪৯ জন যাত্রীই ইন্দোনেশিয়ান। বাকি ছয়জনের মধ্যে তিনজন কোরিয়ান, একজন মালয়েশিয়ান, একজন সিঙ্গাপুরিয়ান ও একজন ফরাসি।

Comments
Loading...