Connecting You with the Truth

জাভির পাশে ‘মেসি, নেইমার ও সুয়ারেজ’

স্পোর্টস ডেস্ক:s-9

বার্সেলোনার অধিনায়ক জাভি জানিয়েছেন, ক্লাবের খেলোয়াড় কেনার উপর আরোপিত নিষেধাজ্ঞাতেও তারা বিচলিত নন। তিনি আরো জানান, ক্লাবে তার পাশে রয়েছে ‘তিন দানব’। আর তিন দানবকে নিয়েই জাভি নতুন বছর শুরু করতে চান। জাভির মতে, ক্লাবের এমন পরিস্থিতিতেও কাতালারদের রয়েছে ‘তিন দানব’ বা ‘থ্রি বিস্টস’। আসলে জাভি তিন দানব বলতে বুঝিয়েছেন বার্সার মধ্যমনি আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি, ব্রাজিল অধিনায়ক নেইমার আর উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। তবে, জাভির মতে তাদের আক্রমণভাগ অন্যান্য ক্লাবের থেকে বেশি শক্তিশালী। তিনি জানান, শুধু মেসি, নেইমার আর সুয়ারেজ নন, দলে রয়েছেন গোলস্কোরার পেদ্রো, মুনির আল হাদ্দাদি। আরো রয়েছেন সান্দ্রো। তবে এর মধ্যে শীর্ষ তিনজন হল ‘তিন দানব’। এদিকে, ফুটবল ক্লাব বার্সেলোনাকে খেলোয়াড় কেনার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা বহাল রেখেছে ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন (সিএএস)। আর তাতেই চটেছেন জাভি। এর আগে বার্সাকে দু’টি ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। সেটিই বহাল রেখেছে সর্বোচ্চ ক্রীড়া আদালত।

Comments
Loading...