Connecting You with the Truth

জামালপুরে মাটির নিচ থেকে ৩৭০০ রাউন্ড গুলি উদ্ধার

uddhar picজামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পাথরেরচর নামক একটি গ্রামের মাটির নিচ থেকে রাইফেলের ৩৭৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত কাল সকাল সাড়ে ৮টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পাথরেরচর গ্রামে পল্লী চিকিৎসক মামুন মিয়ার বাড়ি নির্মাণের জন্য সকালে শ্রমিকরা মাটি কাটছিলেন। এসময় মাটির নিচে গুলিগুলো দেখতে পেয়ে পাথরেরচর বিওপি’র বিজিবি সদস্যদের খবর দেন তারা। পরে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এসব গুলি উদ্ধার করে। জামালপুর বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারিক কবির জানান, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যবহৃত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গুলিগুলো অনেক পুরনো। মাটির নিচে থাকায় এগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে।

Comments
Loading...