জার্মেইনকে রুখে দিয়েছে লিওন
স্পোর্টস ডেস্ক:
লিগ ওয়ানের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইনকে রুখে দিয়েছে লিওন। এডিনসন কাভানির গোলে এগিয়ে থেকেও ম্যাচের শেষের দিকে উমতিতির দেওয়া গোলে সমতা বজায় রাখে লিওন। ম্যাচে জয় তুলে নিতে পিএসজির প্রথম একাদশে মাঠে নামে মারকুইনহোস, ডেভিড লুইজ, ক্যাবায়ে, মাতুইদি, কাভানি, ইব্রাহিমোভিচ আর লাভেজ্জির মতো তারকারা। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দল লিওনের শক্ত রক্ষন চিড়ে গোলের দেখা পেতে বেশ কষ্ট পোহাতে হয় পিএসজিকে। ম্যাচের ২০ মিনিটে গোলের দেখা মেলে ফরাসি জায়ান্টদের। গোল করেন এডিনসন কাভানি। লুকাস দিজনের ক্রস থেকে কাভানি ১০ গজ দূরে থেকে লিওনের জালে শট নেন। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে একটি গোলের সুযোগ নষ্ট করে পিএসজির মাতুইদি। লাভেজ্জির বাড়ানো বল পেয়ে ডি বক্সের মধ্য থেকে পোস্টের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দিলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। ম্যাচের ৭০ মিনিটেও ব্যবধান বাড়াতে পারতো পিএসজি। থিয়াগো মোত্তা আর কাভানির প্রচেষ্টায় নেওয়া একটি শট প্রতিহত করতে গিয়ে উমতিতি নিজেদের জালে বল জড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু লিওনের গোলরক্ষক লোপেজের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় অতিথিরা। এছাড়াও ৭৭ মিনিটে পিএসজির গোল মেশিন খ্যাত ইব্রাহিমোভিচের একটি শট রুখে দেন লোপেজ। ম্যাচের ৮০ ও ৮৩ মিনিটে পিএসজির গোলরক্ষক সিরিগুর দৃঢ়তায় দুইটি গোলের হাত থেকে রক্ষা পায় স্বাগতিকরা। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে শেষ রক্ষা হয়নি পিএসজির। ক্লিনটনের পাস থেকে বল পেয়ে সিরিগুকে ফাঁকি দিয়ে সমতায় ফেরান লিওনের উমতিতি। ম্যাচের বাকি সময়ে আর গোল দিয়ে লিড নিতে পারে নি পিএসজি। এ ড্রয়ের ফলে ৬ ম্যাচে ৪টি ড্র আর ২টি জয় নিয়ে পিএসজির সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে এসেছে পিএসজি।