জাতীয়
জাহাঙ্গীর হত্যা: ৩ সন্দেহভাজন আটক
স্টাফ রিপোর্টার:
রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে র্যাব। র্যাব বলছে, এই তিন জনের নাম আমেনা বেগম, নাইম আহমেদ ও রাজন। তবে তাদের পরিচয় বিস্তারিত জানানো হয়নি। র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মাহসুদুল আলম বলেন, “সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তারা কেন ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়েও আমরা তথ্য পেয়েছি।” বিকালে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
গত ৯ অগাস্ট রাতে পশ্চিম আগারগাঁওয়ে নিজের বাসার সামনে গুলিতে নিহত হন জাহাঙ্গীর। ১৫ আগস্ট থানা পর্যায়ের কর্মসূচি নিয়ে বৈঠক থেকে ফিরছিলেন ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হতে ইচ্ছুক এই নেতা। জাহাঙ্গীর ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি হাজী নুর মোহাম্মদের মেয়েজামাই। তিনি ২০১১ সালের জানুয়ারিতে ওই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যা মামলার আসামি। ফজলুল হত্যাকাণ্ডের পর ২০১১ সালের অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন হাজী নুর। তার দুই মাস পর নিখোঁজ হন তার আরেক মেয়েজামাই আব্দুল মান্নান। নুরের পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই হাজী নুর ও মান্নানকে ধরে নিয়ে গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করেছে। হাজী নুরের তিন ছেলের মধ্যে এক ছেলে মামুন খুন হন এবং অন্যজন বাঘার স্বাভাবিক মৃত্যু হয়। তার বড় ছেলে মিন্টু হত্যাসহ একাধিক মামলায় ফেরার। তবে আগারগাঁওয়ে তার একটি দল রয়েছে বলে পুলিশের দাবি। শ্বশুরের অনুপস্থিতে তার স¤পত্তির দেখভাল করতেন জাহাঙ্গীর। মিন্টু তা ভাল চোখে দেখছিল না বলেও হত্যাকাণ্ডের পর জানিয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা।
Highlights
কর্মচারী ‘নয়ন সিন্ডিকেটের’ দাপটে তটস্থ রমেক হাসপাতাল
Highlights
শেরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
জাতীয়
নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান সাংসদ সেলিমা আহমাদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস