জিটিভি’তে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ সরাসরি সস্প্রচার
স্পোর্টস ডেস্ক:
আগামিকাল বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। গ্রেনাডার সেন্ট জর্জ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ঢাকা ব্যাংক কাপ-২০১৪। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩টি ওয়ানডে ১ টি-টুয়েন্টি এবং ২টি টেস্ট ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল জিটিভি। খেলার পাশাপাশি জিটিভি সম্প্রচার করবে খেলা নিয়ে বিশেষ টক শো ‘ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে এই টক শো। তারা পর্যালোচনা করবেন প্রতিদিনের ম্যাচ নিয়ে সাথে থাকবেন একজন সেলিব্রেটি।