Connecting You with the Truth

জিদানকেও শুনতে হয়েছে দুয়োধ্বনি

s-1
স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লিগে প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে যাওয়ায় ঘরের মাঠে রিয়েল মাদ্রিদ সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে স্ট্রাইকার করিম বেনজেমাকে। ফরাসি তারকা বেনজেমা দর্শকদের সমালোচনা ও ধিক্কার থেকে আÍরক্ষায় ডেকে আনলেন মাদ্রিদের আরেক লিজেন্ডারি খেলোয়াড় জিনেদিন জিদানের নাম। স্বদেশী জিদানের দোহাই দিয়ে দর্শকদের দুয়োধ্বনির জবাবে বেনজেমা সংবাদমাধ্যমকে বলেন, আমাকে দুয়ো দেওয়া হচ্ছে, ইকার ক্যাসিয়াসকে দুয়োধ্বনি শুনতে হয়েছে। এমনকি জিনেদিন জিদানের মতো মহাতারকাকেও দুয়োধ্বনি শুনতে হয়েছে। বেনজেমা আরও বলেন, আমি একটি বড় ক্লাবে খেলি এবং আমার প্রতি সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। আমি যেহেতু রিয়েল মাদ্রিদের স্ট্রাইকার তাই, আমাকে প্রতি ম্যাচে গোল করতে হবে। সমর্থকদের প্রত্যাশা এরকম! সমর্থকদের এই প্রত্যাশা ও সমালোচনা প্রসঙ্গে বেনজেমা বলেন, এটা আমার জন্য কোনো সমস্যা নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হবে। ‘ফ্রান্সেও আমাকে দুয়ো শুনতে হয়েছে’ বলে মন্তব্য করে রিয়েল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকার আরও বলেন, এসবে আক্রান্ত না হয়ে আমি নিজের খেলায় মনোযোগ দেই। আমি ফুটবল ভালোবাসি এবং বিশ্বের সর্বোত্তম ক্লাবে আমি খেলি।



Comments
Loading...