জিপিএ-৫ প্রাপ্ত দিনমজুর আশরাফুল ভবিষ্যতে শিক্ষকতা করতে চায়
বাবলু মিয়া, লালমনিরহাট প্রতিনিধি:
ছোট্ট কুটিরে বাস করা দিনমজুর ও বাগানের নৈশ্য প্রহরী আশরাফুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে সমাজে শিক্ষার আলো ছড়ানোর। আশরাফুল ইসলাম তার বড় ভাইয়ের সাথে ক্ষেত খামারে দিন মজুরের কাজ করে। সাকোয়া মঞ্জিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য শাখায় এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সবাইকে হতবাক করেছে। আশরাফুল ইসলাম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালমারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। ৬ ভাই-বোনের মধ্যে সকলের ছোট আশরাফুল। তার স্বপ্ন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। যদিও সেই স্বপ্ন পূরণের পথে রয়েছে নানা সংশয় ও বাধা-বিপত্তি। তারপরেও এগিয়ে যেতে চায় মেধাবী ছাত্র আশরাফুল। আশরাফুলের সাথে কথা বলে জানা গেছে, ৩য় শ্রেণির ছাত্র থাকা অবস্থায় দিন মজুর, বাবাকে হারিয়ে মা নবিরন নেছাকে নিয়ে অসহায় হয়ে পড়েন আশরাফুল। অবশেষে তার বড় ভাই শফিকুল তাদের দেখাশুনার দায়িত্ব নেন। দিনমজুর ভাইয়ের সামান্য আয় দিয়ে অনাহারে সংসার চললেও বন্ধ হয়ে যায় আশরাফুলের লেখাপড়া। সেই থেকে সেই ভাই শফিকুলের সাথে দিনমজুরের কাজ করে চলছে। পড়াশুনার প্রতি আগ্রহ থাকায় কাজের ফাঁকেও ছুটে যেত সে বিদ্যালয়ে। লেখাপড়ায় খুব ঝোঁক থাকায় অভাব নামক দানবটিও তার পথে বাধা সৃষ্টি করে দমাতে পারেনি তাকে, বিদ্যালয় শুরুর আগে ও পড়ে। ভাইয়ের সাথে ক্ষেত খামারে দিন মজুরী আর রাতে নিরবে পড়াশুনা করে ২০১২ সালে এসএসসিতে জিপিএ ৪.৬৩ অর্জন করে। আশরাফুল এরপর এইচএসসিতে ভর্তি হয় স্থানীয় সাকোয়া মঞ্জিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে। কাজ আর লেখাপড়া করে তার সংগ্রামী জীবন চলতে থাকে। এরপর ফরম ফিলাপ করার জন্য প্রতি রাতে ২০০/- টাকার বিনিময়ে কাজ নেয়। সেই টাকা দিয়ে আশরাফুল কলেজের ফরম ফিলাপ করে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে আশরাফুল।