Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির উদ্যোগ খালেদা জিয়ার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির জন্য পেপারবুক তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, “আমরা এ মামলার আপিল শুনানির উদ্যোগ হিসেবে আদালতে গিয়েছি। এর জন্য আমরা কোর্টের অনুমতি নিয়ে নিজেরা পেপারবুকটি প্রস্তুত (আপিলকারীর খরচে) করে আপিল শুনানি করতে পারি, সে আবেদন করেছিলাম।”

আদালত আবেদন মঞ্জুর করে পেপারবুক প্রস্তুত করার নির্দেশ দিয়েছে বলে জানান মি. কামাল। এই মামলায় বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করা হয়েছে।

তবে আপিল শুনানির কারণ সম্পর্কে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “আমরা বলেছি, তিনি (খালেদা জিয়া) আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি মওকুফ করেছেন। সেখানে ক্ষমার বিষয়টি রয়েছে।”

তিনি বলেন, “খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন। তিনি অপরাধ করেননি এবং ক্ষমাও চাননি। তাই এটা আইনগতভাবে মোকাবিলা করার জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।” এ কারণে পেপারবুক প্রস্তুত করে আপিল শুনানির জন্য আদালতের কাছে নিয়ে আসা হবে।

২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর তিন আসামির জন্যও একই সাজা দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.