জীবননগর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
জীবননগর, চুয়াডাঙ্গা:
জেলার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহতের নাম জিয়াউর রহমান ওরফে রাজু (২৭)। নিহত রাজু একই ইউনিয়নের ধান্যখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সীমান্তের ৬১ নং মেইন পিলারের ১৮ নং সাব পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু আনতে যায় ওই এলাকার ১৫/২০ জন গরু ব্যবসায়ী। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে কাটা তারের বেড়া ভেদ করে গরু পার করার সময় ভারতের ফতেহপুর বিএসএফ’র ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় রাজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং লাশটি পাশেই খালের ভিতর পড়ে থাকে। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে নিয়ে আসেন।
এদিকে চুয়াডাঙ্গা বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মনিরুজ্জামান জানান, জীবননগর সীমান্ত হয়ে ১৫/২০ জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারতে গরু পারাপারের জন্য যাচ্ছিল। এ সময় বিএসএফ টের পেয়ে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে রাজু নিহত হয়। এ ঘটনার বিষয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।